তিন বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল মাশরাফি মুর্তজাকে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে একেবারেই আকস্মিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক। মাশরাফি ফুরিয়ে গেছে, অন্তত কুড়ি ওভারের ফরম্যাটে তাকে দিয়ে কিছু আর হবে না-এমন অনেক কথাই ছড়িয়ে দেওয়া হয়েছিল বাতাসে। পরের তিন বছরে অবশ্য কুড়ি ওভারের অনেক ম্যাচ খেলেছেন, দলকে শিরোপা জেতাতেও ভূমিকা রেখেছেন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। করোনার কারণে দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকা মাশরাফির পারফরম্যান্সে কোনও দল ফাইনালে যাবে, এমনটা কেউই ভাবতে পারেনি।