কোভিড ভ্যাকসিনের প্রথম চালান বেলজিয়ামের থেকে রবিবার সন্ধ্যায় কানাডায় পৌঁছেছে। এই চালানে ফাইজার-বায়োনটেকের ত্রিশ হাজার ডোজ ভ্যাকসিন ইতোমধ্যে দেশের ১৪টি বিতরণ কেন্দ্রে পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে তার প্রয়োগের কার্যক্রম শুরু হবে। ফলে কানাডিয়ানদের মধ্যে স্বস্থি ফিরে আসছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো তার ফেইসবুক এবং টুইটারের মাধম্যে তিনি আরও বলেছেন, কভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের লড়াই শেষ হয়নি। এখন আগের চেয়ে আরও বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছে, আমাদের আরও সতর্কতা অবলম্বন করা যাক। তাই মাক্স পরা, হাত ধোয়া, জনসমাবেশ এড়ানো অর্থাৎ সোসাল ডিসটেন্স মেনে চলার আহ্বান জানান।