চলচ্চিত্রের গান দিয়েই ২০০৬ সালে উত্থান হয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি’র। 'হৃদয়ের কথা’ সিনেমার 'পৃথিবীর যত সুখ’ গানটির পর তার শুধু এগিয়ে যাওয়ার গল্প।
ভালোবসে শ্রোতারা তাকে ‘মধুকণ্ঠী’ বলে ডাকেন। হাবিব ওয়াহিদের সুর-সংগীতেই তার গান সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
চলচ্চিত্র, জিজ্ঞেল আধুনিক সবক্ষেত্রেই সাফল্য পেয়েছেন ন্যান্সি। দীর্ঘদিন ধরে প্লেব্যাকে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। সিনেমায় তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের তালিকায় রয়েছে— ‘হৃদয়ের কথা’, ‘পৃথিবীর যত সুখ’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘বাহির বলে দূরে থাকুক’, ‘দুই দিকে বসবাস’, ‘জ্বলে জ্বলে জোনাকী’, ‘পাগল তোর জন্য রে’, ‘আমি তোমার মনের ভেতর’ ও ‘এতোদিন কোথায় ছিলে’।