জেএমবির শুরা সদস্যের আমৃত্যু কারাদণ্ড

প্রথম আলো প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৪:৩৪

সারা দেশে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা সদস্য আবদুল আজিজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেছা এ রায় দেন। ঘটনার ১৫ বছর পর এ রায় হলো। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আবদুল আজিজ খুলনার কয়ড়াবাসিয়া এলাকার বাসিন্দা।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমরি জঙ্গিরা একই সময়ে সারা দেশে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। সিলেটে সেদিন ১৩টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটে। পরবর্তী সময়ে প্রতিটি বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতায় বিস্ফোরক আইনে পৃথক মামলা করে পুলিশ। এর মধ্যে কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনালে বোমা বিস্ফোরণের মামলায় ২০১৪ সালের ২৭ মে বিশেষ ক্ষমতা আইনের মামলার চার্জ গঠন করা হয়। ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us