উত্তরাঞ্চলের পদ্মানদী বিধৌত নাটোরের লালপুরে জেঁকে বসেছে শীত। সপ্তাহজুরে শৈত্যপ্রবাহ ও তীব্রশীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবন।শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টাতেও দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে সড়কগুলিতে কমে গেছে যান চলাচল। বাজার-ঘাটেও কমেছে মানুষের আনাগোনা।তবে পুরাতন গরম কাপড়ের দোকান গুলিতে খেটেখাওয়া মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো।তীব্রশীতের কারণে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন খামারীরা। হাসপাতালগুলোতে বেড়ে গেছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।