সামান্য হলেও অবস্থার উন্নতি হল প্রবীণ সিপিএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। ভোররাতে তাঁর জ্ঞান ফিরেছে। তবে এখনও তিনি ভেন্টিলেশনেই থাকবেন বলে জানিয়েছেন ডাক্তাররা।
বৃহস্পতিবার সকালে চিকিত্সকরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, পালস, প্রেশার ইত্যাদি সব নর্মাল রয়েছে, তবে সবই ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসায় মাধ্যমে স্বাভাবিক রয়েছে। ডাক্তারদের মতে, অত্যন্ত সঙ্কটজনক থেকে এখন তাঁর অবস্থা সঙ্কটজনক।
বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রবল শ্বাসকষ্টের পর অচৈতন্য অবস্থায় তাঁকে বুধবার দুপুরে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দিন ধরে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছেন বুদ্ধদেব। এ দিন তাঁর রক্তে অক্সিজেন কমে যাওয়া ও কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাওয়ার মাত্রা এমন পর্যায়ে চলে যায় যে, হাসপাতালে ভর্তির পরই ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। বুদ্ধদেবের চিকিৎসায় গঠিত হয়েছে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসাটা অবশ্য স্বস্তি দিয়েছে চিকিৎসকদের।