হামলা-মামলা করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না: বাম জোট
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ২২:২৫
তাজরীন ও এ-ওয়ান পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি হামলা ও তাদের পিটিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
নেতারা বলেছেন, বর্তমান সরকার রাতের আঁধারে ভোটডাকাতি করে ক্ষমতাসীন হয়েছে। তাই তারা রাতের আঁধারেই অসহায় মানুষকে আক্রমণ করে তাদের দমন করতে চায়। কিন্তু হামলা-মামলা করে ন্যায়সঙ্গত আন্দোলন দমন করা যাবে না।