সাম্প্রদায়িক শক্তিকে দমন করতে সরকারের পদক্ষেপ চান সেলিম

এনটিভি প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ২১:০৫

ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারী সাম্প্রদায়িক শক্তিকে দমন করতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য শেখ ফজলুল করিম সেলিম। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে মুক্তিযুদ্ধের অন‌্যতম সংগঠন এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান শেখ ফজলুল হক মণির জন্মদিন উপলক্ষে ‌এক আলোচনা সভায় বক্তব‌্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। শেখ ফজলুল করিম সেলিম ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘যারা ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে এরা একাত্তরের সেই সাম্প্রদায়িক শক্তি। ওই সময়ে তাদের ভূমিকা কী ছিল? তারা কখনো বাংলাদেশ চায়নি।’

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য থাকার কথা তুলে ধরে শেখ সেলিম বলেন, ‘বিভিন্ন দেশে আজ ভাস্কর্য আছে। সৌদি আরবে আছে, ইরান, ইরাক মিসরে, তুরস্কে, ইন্দোনেশিয়া, মালেয়শিয়া, এমনকি তাদের প্রিয় পাকিস্তানেও ভাস্কর্য আছে। সেখানে ইসলাম যায় না, ইসলাম সব চলে যায় বাংলাদেশের জন‌্য।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us