উত্তরার আজমপুরে কনটেইনার ট্রেন লাইনচ্যুত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৯

ঢাকার উত্তরার আজমপুরে একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল করছে এক লাইন ধরে।


সোমবার ভোরের দিকে ওই দুর্ঘটনার পর ঢাকা থেকে টঙ্গী জংশন পর্যন্ত একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়েছে ট্রেনের সূচিতে।


কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনটেইনারবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে আজমপুরে সেটি লাইনচ্যুত হয়।


“এতে ঢাকা থেকে যাওয়ার পথটি বন্ধ আছে। তবে ঢাকামুখী লাইনে ট্রেন আসা যাওয়া করছে। এতে চলাচল বন্ধ হয়নি। কিন্তু কিছু ট্রেনের আধাঘণ্টা, ৪০ মিনিট বা এক ঘণ্টার মতো বিলম্ব হচ্ছে।”


আনোয়ার হোসেন বলেন, “আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। কিছু সময়ের মধ্যে লাইন হয়তো ঠিক হয়ে যাবে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us