অস্ট্রেলিয়ার নতুন টেলিস্কোপ দিয়ে ৩০ লাখ ছায়াপথের মানচিত্র তৈরি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৩২

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা পশ্চিম অস্ট্রেলিয়ার মরুভূমিতে বসানো অত্যাধুনিক একটি রেডিও টেলিস্কোপ দিয়ে লাখ লাখ নতুন ছায়াপথের মানচিত্র তৈরি করেছেন। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা কমনওয়েলথ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও) জানিয়েছে, তাদের নতুন টেলিস্কোপ রেকর্ড সময়ের মধ্যে নজিরবিহীন বিস্তারিতসহ ‘মহাবিশ্বের একটি নতুন মানচিত্র’ তৈরি করেছে।

অস্ট্রেলিয়ান স্কয়ার কিলোমিটার অ্যারেই পাথফাইন্ডার (এএসকেএপি) খেতাব পাওয়া এই রেডিও টেলিস্কোপ মাত্র ৩০০ ঘণ্টায় (সাড়ে ১২ দিন) প্রায় ৩০ লাখ ছায়াপথের মানচিত্র করতে সক্ষম হয়েছে। অথচ এর তুলনীয় জরিপগুলোতে ১০ বছরের মতো সময় লেগেছিল। ওই জরিপগুলোর চেয়ে এবার দ্বিগুণ বিস্তারিত, পরিষ্কার ছবি এসেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সিএসআইআরও এর নকশা করা রিসিভার ব্যবহার করে টেলিস্কোপটির দেখার ক্ষেত্র বিস্তৃত করা হয়েছে, এতে আগের চেয়ে আরও নিখুঁত ও বিস্তারিতভাবে আকাশের ‘প্যানোরামিক’ ছবি নেওয়া সম্ভব হয়েছে। মহাকাশের মানচিত্র তৈরিতে এই টেলিস্কোপের মাত্র ৯০৩টি ছবি জোড়া দিতে হয়েছে, অপরদিকে অন্যান্য সব আকাশ জরিপের ক্ষেত্রে প্রায় লাখ খানেক ছবির প্রয়োজন হয়েছিল।

এসব সক্ষমতাই টেলিস্কোপটিকে অনন্য করে তুলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us