দশকের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের হুমকিতে ইয়েমেন: জাতিসংঘ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ০৭:৫৯
গত এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের হুমকিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে দেশটিতে অনাহারে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
গত পাঁচ বছর ধরে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের তুমুল লড়াই চলছে। সম্প্রতি তেহরানের ওপর সর্বোচ্চ চাপপ্রয়োগের কৌশল হিসেবে হুথি গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ত্রাণকর্মী ও সংস্থাগুলোর আশঙ্কা, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ প্রাণরক্ষার বদলে ইয়েমেনের পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে।