উর্দুতে বলায় তামিমের 'না' ; পাকিস্তানিদের শেখাচ্ছেন বাংলা
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১৭:৩৫
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। এ জন্য প্লে অফে তাদের দুটি ম্যাচ জিততে হয়েছে। ম্যাচ দুটি জয়ে তামিমের খুব একটা ভূমিকা নেই। কারণ হুট করে এক জায়গায় উড়ে গিয়ে পারফর্ম করা সম্ভব নয়। কিন্তু তামিম পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোন ভাষায় কথা বলেন?
এর আগে তামিমকে উর্দু বলতে গিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা। এবারও ভাষাগত একটা সমস্যা আছে।