নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারত। গতকাল শনিবার এ তলব করা হয়।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তানি বাহিনীর ভারী গোলা নিক্ষেপের ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ভারত।
১৩ নভেম্বর জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি বাহিনী কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। কোনো ধরনের উসকানি ছাড়াই পাকিস্তানি বাহিনী কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।