কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দেশভাগের সময় থেকেই। কাশ্মীরের যে অংশ পাকিস্তানের হাতে, ভারত তাকে পাক অধিকৃত কাশ্মীর বলে চিহ্নিত করে। এবং বরাবরই ওই অঞ্চল নিজেদের এলাকা বলে দাবি করে। যদিও এতদিন সেখানে ভোট হয়নি। পাক সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সম্প্রতি সেখানে আঞ্চলিক ভোট হয়েছে। যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের দল। আবার রাজ্য হবে কাশ্মীর, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিন পরে বৈঠক দীর্ঘদিন পর কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ৩৭০ ধারা বিলোপের পর, জম্মু ও কাশ্মীরকে একটি রাজ্য থেকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর এই প্রথম বৈঠক। তাতে যোগ দেন আটটি দলের ১৪ জন নেতা। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটন্যান্ট গভর্নর মনোজ সিনহাও।