৪ ঘণ্টার অভিযানে শতাধিক যানবাহন ডাম্পিংয়ে, ৬৭ মামলা
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১৯:৪২
সিলেট মহানগর পুলিশের অধীনে আটটি মোড়ে তল্লাশিচৌকি বসিয়ে অবৈধ যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার মাত্র চার ঘণ্টার অভিযানে ১০৩টি যানবাহনের বৈধ কোনো কাগজপত্র না থাকায় ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া অতিরিক্ত আরোহী ও হেলমেট ব্যবহার না করার অপরাধে ৬৭টি মামলা করা হয়েছে।
আজ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মহানগর পুলিশের অধীনে নগরের ছয়টি প্রবেশমুখসহ আটটি মোড়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালিত হয়েছে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমার তেমুখী বাইপাস, কোম্পানীগঞ্জ বাইপাস, সুরমা বাইপাস, শ্রীরামপুর বাইপাস, পারাইরচক বাইপাস, দক্ষিণ সুরামর অতিরবাড়ি (মহাসড়ক) বাইপাস, মেন্দিবাগ ও চৌহাট্টা মোড়ে।