এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল তৈরিতে গ্রেড নির্ণয়ের একটি রূপরেখা রেখা চলতি মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে গ্রেড মূল্যায়ন টেকনিক্যাল কমিটি। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি নীতিমালা তৈরি করে ফলাফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. জিয়াউল হক এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, জেএসসি বা জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।