‘ছান্দে’র শাসনে তটস্থ বানিয়াচংয়ের মানুষ

প্রথম আলো প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ২১:৩৪

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন খান। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার দু-তিনটি পারিবারিক দ্বন্দ্বের মীমাংসা করে দিয়েছিলেন। কিন্তু মহল্লা সরদারের মাধ্যমে কেন এই মীমাংসা করলেন না, এ কারণে তাঁকে সমাজচ্যুত করা হয়েছে। মহল্লা সরদারের অধীন বিচার না মানায় সমাজচ্যুত করা হয়েছে আরও দুটি পরিবারকে।

জয়নালের গ্রামের নাম তোপখানা। খোঁজ নিয়ে জানা গেল, এই গ্রামের মোট ছয়টি পরিবারকে সমাজচ্যুত ঘোষণা করে একঘরে করে রেখেছেন স্থানীয় ‘ছান্দ সরদারেরা’। ফলে তাঁরা স্থানীয় বাজারে সওদা করতে পারছেন না। গ্রামের নলকূপ থেকে পানি নিতে দেওয়া হয় না। গ্রামের কাউকে ওই ছয় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখলে তাঁদেরও সমাজচ্যুত করার হুমকি দেওয়া হয়। দুই বছর ধরে এভাবে চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us