নরসিংদীতে রেলওয়ের জায়গা দখল করে তৈরি করা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে দুই কিলোমিটার এলাকজুড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ের বিভাগীয় এস্টেট কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক কেএম সালাহ উদ্দিন জানান, নরসিংদী এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে বাসা-বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সাবেক রেলসড়কের বাসাইল শাপলা চত্বর পর্যন্ত দুই কিলোমিটার অংশজুড়ে দুই হাজার ছোট বড় অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। অভিযানে দোকানপাটসহ এসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। সকাল থেকে দিনব্যাপী ১২ শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।