ব্রিটিশ ঔপনিবেশিক শাসকেরা ভূমিকর আদায়ের সুবিধার্থে এ দেশে ভূমি ইজারা পদ্ধতি চালুর মধ্য দিয়ে জমিদারি প্রথা চালু করেন। পরবর্তীকালে জমিদারি প্রথা বিলোপ করা হলে সরকারিভাবে ভূমিকর বা খাজনা আদায়ের জন্য পল্লি অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে সরকার কর্তৃক স্থায়ীভাবে তহশিল কাচারি বা অফিস বসানো হয়। তখন কাছাকাছি তহশিল অফিসে গিয়ে কয়েক ইউনিয়নের মানুষের ভূমিকর বা খাজনা প্রদান করতে বাধা ছিল না।