শ্রীবরদীর নির্যাতিত গৃহকর্মী সাদিয়ার মৃত্যু

ইত্তেফাক প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ০৭:৩৮

শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরের চাঞ্চল্যকর নির্যাতিত গৃহকর্মী শিশু সাদিয়া আকতার ফেলির (১০) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলী বলেন, আমরা এখনও মৃত্যুর কোনো কাগজ পায়নি। তবে শুনেছি সে মারা গেছে।

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো মুন্সিপাড়া মহল্লার কৃষক সাইফুল ইসলামের সাদিয়া উরফে ফেলি। তাকে শাকিলের স্ত্রী রাবেয়া আক্তার ঝুমুরসহ অন্যরা নির্মম নির্যাতন করে আসছিল। তার শরীরের এমন জায়গা নেই যেখানে ক্ষত চিহ্ন ছিল না। মেয়েটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেও প্রভাবশালী ওই পরিবারের বিরুদ্ধে কথা বলার সাহস কারোর না থাকায় কোথাও অভিযোগ করা হয়নি। কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে গোপনে ২৫ সেপ্টেম্বর রাতে ৯৯৯ নাম্বারে পুলিশকে জানালে পুলিশ শ্রীবরদীর শহরের খামারিয়াপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে ওইদিন রাতেই অসুস্থ মেয়েটিকে উদ্ধার করে। পরে তাকে প্রথমে শ্রীবরদী হাসপাতাল ও পরে শেরপুর জেলা হাসপাতাল এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গ্রেফতার করা হয় শাকিলের স্ত্রী রাবেয়া আক্তার ঝুমুরকে। বর্তমানে সে শেরপুর জেলা কারাগারে আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us