রোহিঙ্গা সংকট সমাধানে যথাসাধ্য চেষ্টার প্রতিশ্রুতি আন্তর্জাতিক সম্প্রদায়ের
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২২:০৩
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে এক সম্মেলনে একত্রিত করেছে এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতাদের সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
রোহিঙ্গাদের বিষয়টিকে মানবাধিকারের সংকট বলে অভিহিত করে তারা বলছেন, এ সংকটের একটি আঞ্চলিক সমাধান প্রয়োজন।
অংশীদারিত্বের ওপর জোর দিয়ে সভায় অংশগ্রহণকারীরা বলেন, রোহিঙ্গাদের তাদের অধিকার অবশ্যই ফিরিয়ে দেওয়া উচিত।
দাতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।