ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত যুবলীগ নেতার বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৬:২৬
নোয়াখালী জেলার চাটখিলে ধর্ষণের অভিযোগ গ্রেফতারকৃত উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন (পশ্চিম ) যুবলীগের আহ্বায়ক এবং শরীফ বাহিনীর প্রধান মুজিবুর রহমান শরীফের ব্যক্তিগত অফিস ও বাড়িতে বুধবার রাতে চাটখিল থানা পুলিশ অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল সেট, একটি ল্যাপটপ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে শরীফের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে ৯টি মামলা হলো।
অস্ত্র ঠেকিয়ে দুই সন্তানের সামনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গত বুধবার দুপুরে ইয়াছিন হাজীর বাজার থেকে শরীফকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে পুলিশ তাকে নিয়ে অভিযান চালিয়ে তার অফিস এবং বাড়ি থেকে অস্ত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে এএসপি (সার্কেল) সাইফুল আলম খাঁন থানায় শরীফকে জিজ্ঞাসাবাদ করেন। দুপুরে তাকে আদালতে প্রেরণ করে ২ মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।