বন্যায় আমনের ক্ষতি পুষিয়ে নিতে করণীয়

সমকাল প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৫:৩৮

কুড়িগ্রামে দফায় দফায় বন্যায় কৃষকের স্বপ্ন চুরমার হয়ে গেছে। চতুর্থ দফা বন্যার পর কৃষক নতুন করে বীজতলা ফেলে ও দূরদূরান্ত থেকে আমনের চারা এনে রোপণ করে স্বপ্ন বুনছিলেন। দুর্ভাগ্য, অতিবৃষ্টি ও উজানের পানির ঢলে পঞ্চমবারের বন্যায় আমনের আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।

বন্যার কারণে উঠতি আমনের জমি পানিতে তলিয়ে যাওয়ায় এসব জমির লাগানো চারা একেবারেই পচে গেছে। এখন নিজেদের খাবার ও গবাদি পশুর খাবার কীভাবে জোটাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো। এমন পরিস্থিতিতে যেহেতু আর আমন ধানের চারা লাগানো সম্ভব নয়, সেহেতু নষ্ট হয়ে যাওয়া এসব জমিতে অন্যান্য ফসলের চাষাবাদ করেই চাষিদের ঘুরে দাঁড়াতে হবে। এ জন্য সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিনামূল্যে বীজ, সারের ব্যবস্থার পাশাপাশি স্বল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us