রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলো ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করতে চান। যেতে চান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে। সংবাদ মাধ্যম ডন ব্যালন এমনই দাবি করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে লস ব্লাঙ্কোসদের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ৩২ বছর বয়সী লেফট ব্যাক মার্সেলো। ডিফেন্ডার হয়েও বাম প্রান্ত দিয়ে তার আক্রমণ তোলার জুড়ি নেই। জিনেদিন জিদানের রিয়ালের কোচ হয়ে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনে রোনালদো-বেনজেমা-রামোসের মতো অবদান আছে মার্সেলোরও।
কিন্তু ইনজুরির কারণে শেষ দুই মৌসুম তার তেমন ভালো যাচ্ছে না। রোনালদো চলে যাওয়ার পরে মার্সেলোও যেন নতুন জুটি পাচ্ছেন না। এর আগে দু’বার করে তার জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন পাওয়া গেছে রিয়ালে ৩৬০ ম্যাচ খেলা মার্সেলোর। তবে জিদানের চাওয়াতে শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থেকে গেছেন তিনি।
কিন্তু মার্সেলো বুঝেছেন, রিয়ালে তার ভবিষ্যত ভালো নয়। নতুন মৌসুমেও তার শুরুর একাদশে খেলার সম্ভাবনা কম। সর্বশেষ ক্যাডিজের বিপক্ষে মার্সেলো শুরুর একাদশে ছিলেন ফারল্যান্ড মেন্ডির ইনজুরির কারণে। তিনি তাই চুক্তি বাতিল করে ইন্টার মায়ামিতে যেতে চান।