৮১ বছর পর যেভাবে বিস্ফোরণ ঘটলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! (ভিডিও)
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ২০:০৪
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটেনের ফেলা একটি বড় বোমার বিস্ফোরণ ঘটেছে পোল্যান্ডে। সম্প্রতি পোল্যান্ডের একটি খালে বোমাটির খোঁজ পাওয়া যায়। নৌবাহিনীর কর্মকর্তারা যখন এটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল সে সময় এটির বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত কেউ ক্ষতিগ্রস্থ হননি।
জানা গেছে, সুইনস্কি শহরের বাইরের পিস্ট খালের কাছাকাছি এলাকায় এই বোমাটির খোঁজ পাওয়া যায়। এরপরেই দ্রুত ৭৫০ লোককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। না হলে কোনো বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) ব্যবহৃত একটি 'টলবয়' বোমা। যার ওজন ১২ হাজার পাউন্ড। এই বোমার মধ্যে মোট ২৪০০ কেজি বিস্ফোরক ভর্তি ছিল। বোমাটি লম্বায় ছিল ১৯ ফুট।