গৃহবন্দিত্ব থেকে ১৪ মাস পর মুক্তি পেয়েছেন ভারতের জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তার মেয়ে ইলতিজা মুফতি এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।
গত বছর জম্মু ও কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নেয়ার পর যেসব শীর্ষ নেতাদের গৃহবন্দি করা হয়েছিল, মেহবুবা তাদের একজন ছিলেন। ৬১ বছর বয়সী মেহবুবাকে ভারতের জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছিল।