রাঙামাটিতে সেনা টহলে হামলা, গুলিতে ২ ‘সন্ত্রাসী’ নিহত

এনটিভি প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ২২:৩০

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এর পরই পাল্টা-গুলিতে হামলাকারীদের দুজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির। রাত ৯টার দিকে পুলিশ সুপার বলেন, ‘সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তখন একজন সেনা সদস্য আহত এবং দুজন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।‘

নিহত দুজনকেই পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us