ইরানের পরমাণু চুক্তিকে পুনরায় সমর্থন চীনের

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ২০:০৮

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে একটি নতুন ফোরাম গঠনের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একইসঙ্গে ইরানের পরমাণু চুক্তির প্রতি চীনের সমর্থন পুর্নব্যক্ত করেন তিনি। শনিবার চীনের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় তেংচং শহরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে এক বৈঠককালে এ আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সবার সমান অংশগ্রহণে একটি আঞ্চলিক বহুপাক্ষিক সংলাপ প্লাটফর্ম গঠনের প্রস্তাব দিয়েছে। এই ফোরাম সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পারষ্পরিক সমঝোতা বাড়াবে ও নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করবে।

বিবৃতিতে আরো বলা হয়, এই ফোরামে প্রবেশের পূর্বশর্ত হিসেবে ইরানের পরমাণু চুক্তিকে সমর্থন করার কথা উল্লেখ করেন ওয়াং। ওবামা প্রশাসনের উদ্যোগে শুরু ও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কারণে ত্যাগ করা ওই পরমাণু চুক্তিতে চীনের পুরোপুরি সমর্থনের কথা জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us