বর্ণবাদ ও করোনা নিয়ে জি-টোয়েন্টি আন্তঃধর্ম সম্মেলন
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১৯:০১
করোনা, বর্ণবাদ, জলবায়ু পরিবর্তন আর সামাজিক নানা চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে আলোচনা হবে ‘জি-টোয়েন্টি ইন্টারফেইথ ফোরাম’-এ৷ সৌদি আরবের রাজধানী রিয়াদে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে৷ অক্টোবরের ১৩ থেকে ১৭ তারিখ ‘জি-টোয়েন্টি ইন্টারফেইথ ফোরাম’-এর সপ্তম আয়োজনটি অনুষ্ঠিত হবে৷ এই সম্মেলনে বিভিন্ন ধর্ম ও বৈশ্বিক নীতিনির্ধারণী সংস্থাগুলোর পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নিবেন৷ জাতিসংঘ, ইন্টারন্যাশনাল ডায়ালগ সেন্টার (কেএআইসিআইআইডি), অর্গানাইজেশন ফর ইসলামিক কনফারেন্স (ওআইসি), ওয়ার্ল্ড মুসলিম লিগ ও ইউরোপীয় কমিশনের প্রতিনিধিরাও অংশ নিবেন৷ তবে করোনার কারণে এবার অতিথিরা মূলত যুক্ত হবেন ভার্চুয়াল মাধ্যমে৷
এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে ধর্মীয় নেতা ও রাজনৈতিক প্রতিনিধিদের বক্তব্যের মাধ্যমে বৈশ্বিক সংকটের সমাধান খোঁজার চেষ্টা করা হবে৷ নীতি নির্ধারণে ধর্মীয় নেতাদের অংশগ্রহণ নিশ্চিতের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের কাছেও আহবান তুলে ধরা হবে৷ এই সম্মেলনে উঠে আসা পরামর্শগুলো নভেম্বরে রিয়াদে জি টোয়েন্টি সম্মেলনে পেশ করা হবে৷ চলতি বছর এই আয়োজনে সভাপতিত্ব করবে সৌদি আরব৷