বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, যারা আজারবাইজানকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের আফসোস করতে।
রবিবার আর্মেনিয়ার সেনাবাহিনীর ব্যাপক সামরিক উস্কানির পরে তিনি এই মন্তব্য করেন।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আর্মেনিয়ার সশস্ত্রবাহিনী আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় বিভিন্ন দিকে থেকে ভারী গোলাবরুদসহ নানাধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ‘শত্রুর হামলায় সাধারণ নাগরিক এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা হতাহত হয়েছে। কিছু মানুষ আহত হয়েছে। আল্লাহ শহীদদের শান্তিতে রাখুন।’ তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা তিনি উল্লেখ করেননি।