নবম শ্রেণিতে অটোপাস নয়, মূল্যায়নের ভিত্তিতে উত্তীর্ণ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৭
নবম শ্রেণিতে অটোপাস নয়, মূল্যায়নের ভিত্তিতে দশম শ্রেণিতে উত্তীর্ণ হবে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা বোর্ডের সম্মেলন কক্ষে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৈঠকে বসেন। বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বৈঠকের সভাপতিত্ব করেন।