অহংকার প্রকাশ করে এমন সব কাজই নারী-পুরুষ উভয়ের জন্য হারাম বা নিষিদ্ধ। তা পোশাক পরাসহ প্রসাধনীর ব্যবহার ও অন্যান্য বিষয়েও হতে পারে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরুষদের জন্য টাখনুর নিচে কাপড় পরাকে নিষিদ্ধ করেছেন। একাধিক হাদিসে এভাবে কাপড় পরার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন।
টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছেন। ঝুলিয়ে কাপড় পড়া নিষিদ্ধের অন্যতম কারণ হলো- এতে মানুষের মাঝে অহংকার প্রকাশ পায়। আর মানুষের জন্য অহংকার করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন।