দারিদ্র্য দূর করতে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৯

.tdi_2_ffa.td-a-rec-img{text-align:left}.tdi_2_ffa.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চসিক মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছেন। দারিদ্র্য দূর করতে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। বেগম রোকেয়া যখন নারী জাগরণের কথা ভাবতেন, লিখতেন, পদক্ষেপ নিতেন বাঙালি নারী যে দেশের প্রধানমন্ত্রী হবেন, বিরোধী দলীয় নেত্রী, সংসদের স্পিকার হবেন এতটা আশা কেউ করেনি। আজ নারীরা ডিসি, এসপি, পাইলট, নৌ-বিমান এমনকি সেনাবাহিনীর দুঃসাহসিক কর্তা হয়েছে। নারীরা ঘরে-বাইরে উদ্যোক্তা হচ্ছে। কর্মজীবী সমিতি চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সমিতির সভাপতি মোহাম্মদ শহীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন ৫ নং মোহরা ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী কাজী মামুনুজ্জামান মামুন, আলী আকবর, মোহাম্মদ নুরুল আমিন, মো সিরাজ মোল্লা, দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গনি, চান্দগাঁও ওয়ার্ড যুবলীগ নেতা নুর মোহাম্মদ খোকন, মিজানুর রহমান শিশির, মোহাম্মদ ইলিয়াছ, গোলাম রসুল মান্নান, শওকত আকবর রাশেদ, রোকনউদ্দিন, নাজমুল আলম, ওয়াসিম চৌধুরী, শরিফ উল্লাহ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_8ff.td-a-rec-img{text-align:left}.tdi_3_8ff.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us