ইউরোপের ইতিহাস বদলে দেয়া বায়ার লেভারকুসেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ মে ২০২৪, ১৬:১৮

এমন কিছু আগে কেউই দেখেনি। এমন কিছু শেষবার দেখা গিয়েছিল আজ থেকে ৬ দশক আগে। সেসময় যারা দেখেছেন, তাদের প্রায় সবাইই হয়ত এখন অন্যলোকের বাসিন্দা। নিজ দেশের লিগ আর ইউরোপিয়ান ফুটবল দুইয়ে মিলে এমন দাপুটে ফুটবল শেষ উপহার দিয়েছিল বেনফিকা।  ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ইউসেবিও-হোসে আগাস্তোর সেই দলটি অপরাজিত ছিল দীর্ঘ ৪৮ ম্যাচ। 



পরের ছয় দশক একইভাবে টিকে ছিল এই রেকর্ড। অনেক ক্লাবই ঘরোয়া লিগে অপরাজিত ছিল। অনেক ক্লাবই ট্রেবল জয় করেছে। কিন্তু বেনফিকার সেই অসামান্য রেকর্ড স্পর্শ করা বা ছাড়িয়ে যাওয়ার নজির দেখাতে পারেনি কেউই। গতকাল রাতে ইউরোপা লিগের সেমিফাইনালে দেখা গেল সেই কীর্তি। রোমার বিপক্ষে ২-২ গোলের অসামান্য এক ড্র-ইয়ে ইউরোপিয়ান ফুটবলের ইতিহাস নতুন করে লিখেছে বায়ার লেভারকুসেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us