ভারতের বাজারে লঞ্চ হলো চতুর্থ প্রজন্মের মারুতি সুজুকি সুইফট। আগের মডেলের তুলনায় ভালো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নতুন সুইফটে। এই গাড়িতে আগের মডেলের তুলনায় আরও ভালোমানের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অবশ্য নতুন মারুতি হ্যাচব্যাকের দাম কিছুটা বেশি।
কত টাকা দাম রাখা হয়েছে
ভারতীয় রুপিতে নতুন সুইফট এলএক্সআই এমটি’র দাম ৬.৪৯ লাখ, ভিএক্সআই এমটি’র দাম সাড়ে সাত লাখ, ভিএক্সআই এএমটি’র ৭.৮০ লাখ, ভিএক্সআই (০) এমটি’র দাম ৭.৫৭ লাখ, ভিএক্সআই (০) এএমটি’র দাম ৮.৭ লাখ, জেডএক্সআই এমটি’র দাম ৮.৩০ লাখ, জেডএক্সআই এএমটি’র দাম ৮.৮০ লাখ, জেডএক্সআই+এমটি’র দাম ৯ লাখ এবং জেডএক্সআই এমটির+এএমটি’র দাম সাড়ে ৯ লাখ টাকা। যেখানে ডুয়াল টোনের জন্য অতিরিক্ত ১৫ হাজার টাকা দিতে হবে।