অত্যাধিক ঝড়ের মুখে নামের ভাণ্ডার ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৩
চারদিনও হয়নি আলাবামা উপকূলে তাণ্ডব চালিয়ে গেছে হারিকেন স্যালি, এর মাসখানেক আগেই মেক্সিকো উপকূলে আঘাত হেনেছিল রেকর্ডভাঙা ঘূর্ণিঝড় লরা। এরমধ্যে আবারও শক্তিশালী ঝড়ের হুমকিতে পড়েছে যুক্তরাষ্ট্র। এবারের ঝড়টি চলতি সপ্তাহের শেষদিকে টেক্সাসে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন মার্কিন আবহাওয়াবিদরা।
যুক্তরাষ্ট্রে চলতি বছর এত বেশি ঝড় হচ্ছে যে, সেগুলোর জন্য পূর্বনির্ধারিত নামের ভাণ্ডারই ফুরিয়ে গেছে। একারণে ১৯৫০ সালের পর দেশটির ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো নতুন ঝড়ের নামকরণ করতে ব্যবহার করা হচ্ছে গ্রিক বর্ণমালা। এ সপ্তাহে টেক্সাস উপকূলে যে ঝড় আঘাত হানতে পারে সেটিকে ‘বেটা’ নামে ডাকা হচ্ছে।