রান্নাঘরসহ যে কোনো দেয়ালে তেলের দাগ লাগতে পারে। তেলের দাগ পরলে দেয়ালের সৌন্দর্য নষ্ট হয়। আর একবার তেলের দাগ লাগলে তা সহজে উঠতেও চায় না।এ ধরনের দাগ সাধারণ সাবান পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যায় না। এই দাগ তোলার রয়েছে ঘরোয়া কিছু পদ্ধতি।আসুন জেনে নিই কী করবেন-সাদা ভিনেগারদেয়ালে লেগে থাকা তেলের দাগ পরিষ্কারের জন্য সাদা ভিনেগার খুবই কার্যকর।