রাজ্যসভায় দাঁড়িয়ে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে একহাত নিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। বিজেপির সাংসদ রবি কিষণের মন্তব্যেরও তীব্র নিন্দা করেন তিনি। তিনি বলেন, 'মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপমান করার ষড়যন্ত্র চলছে। এটা লজ্জার।'
সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে জিরো আওয়ারে বক্তব্য রাখার জন্য সময় দেওয়া হয়েছিল জয়া বচ্চনকে। বর্তমানে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের ড্রাগ-যোগের বিষয়টি উঠে আসায় অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে আঙুল উঠেছে। সে বিষয়েই এ দিন জয়া বচ্চন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বিনোদন জগতের মানুষদের সোশ্যাল মিডিয়ায় ভর্ত্সনার শিকার হচ্ছে। যে সব লোকেরা এই ইন্ডাস্ট্রিতে এসেই নাম কামিয়েছেন, তাঁরাই এখন একে নর্দমা বলছেন। আমি এর সঙ্গে একেবারেই সহমত নই। আশা করব, এই ধরনের লোকেদের এই ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।'