ডেটে গেলে ছেলেদেরেই টাকা খরচ করা উচিত: জয়া বচ্চন

প্রথম আলো প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮

এখনো সদর্পে রাজত্ব করেছেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। পাপারাজ্জিদের সামনে খুব একটা সহজ হতে চান না তিনি। অনেক সময় বিরক্ত হয়ে ক্যামেরাও সরিয়ে নিতে বলেন, ধমকেও দেন। এ জন্য তিনি বেশ সমালোচিতও হন। অবশ্য তাতে যে জয়ার কিছু যায়–আসে না, সেটি তাঁর অভিব্যক্তি আর কর্মকাণ্ডেই স্পষ্ট।


তবে এবার নিজের নাতনি নভ্যা নাভেলি নন্দার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা ২’-এ এসেও নারীবাদের উল্টো ছবক শেখালেন জয়া। নাতনির পডকাস্টে মনপ্রাণ খুলে কথা বলেছেন অমিতাভ বচ্চনের স্ত্রী। পডকাস্টটির সাম্প্রতিক পর্ব ‘মাচো মিথস অ্যান্ড মডার্ন ম্যান’ পডকাস্টে জয়ার সঙ্গে অংশ নেন মেয়ে শ্বেতা বচ্চন আর নাতি অগস্তা বচ্চনও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us