ভুল তো কত ধরনেরই হতে পারে। কিন্তু ‘ক্যাপ্টেন আমেরিকা’খ্যাত ক্রিস ইভানস যে ভুল করেছেন, সেটা সংশোধনের কোনো পথ নেই। তাই চুপ হয়ে গেছেন তিনি। তবে থেমে নেই নেটিজেনরা। ক্রিস ইভানসের ‘ভুল’ নিয়ে তর্ক–বিতর্ক, আলোচনা–সমালোচনা হচ্ছে। ভুলে ফোনের গ্যালারিতে থাকা নগ্ন ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছিলেন। তখন থেকেই ইনস্টাগ্রাম–টুইটারের ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছেন এই তারকা। বেশির ভাগেরই প্রশ্ন, ‘এত বড় ভুল হয় কী করে?’