সাবরিনার আইনজীবীদের নথি দেখাতে হাই কোর্টের নির্দেশ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৭
জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলার অভিযোগপত্রের সঙ্গে যুক্ত করোনাভাইরাস পরীক্ষা সংক্রান্ত নথি বরখাস্ত সরকারি চিকিৎসক সাবরিনা চৌধুরীর আইনজীবীদের দেখতে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সেসঙ্গে এ মামলায় যেসব নথি বিচারিক আদালতে প্রদর্শন করা হয়েছে বা হবে, সেসব নথিও তাদের কাছে সরবরাহ করতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুজ্জামান তুহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।