শাহ আবদুল করিম এক কিংবদন্তির নাম। বাউল গানের জগতে যাকে সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়। তার জীবনের গল্পে পাওয়া যায় কীভাবে এক রাখাল বালক অভাব অনটনের মধ্যে বেড়ে উঠেছে এবং গানে গানে দুনিয়া মাতিয়েছে। ভাটি অঞ্চলের মানুষ হিসেবে তিনি ছেলেবেলা থেকে গানের পরিবেশে থাকার সুযোগ পেয়েছেন, যা তার বাউল হয়ে ওঠার পেছনে অনেক অবদান রেখেছে। তার নিজের জীবন সংগ্রামের অভিজ্ঞতার সঙ্গে ভাটি অঞ্চলের প্রকৃতি ও গ্রামীণ মানুষের কথা বলে গেছেন তার লেখা বিভিন্ন গানে।
তিনি কথা বলেছেন সমাজের কুসংস্কারের বিরুদ্ধে ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে। শাহ আবদুল করিমের একটি বিশেষত্ব যা তাকে বিখ্যাত বাউলদের থেকে আলাদা করে তা হলো তিনি তার লেখা প্রতিটি গান নিজেই সুর করেছেন, প্রতিটি গানের নিজস্বতা তাই তার গানগুলোকে আরো বিশেষ করে তুলেছে। অসংখ্য জনপ্রিয় বাউল গানের এ স্রষ্টার ১১তম প্রয়াণ দিবসে তাকে তারই গানে শ্রদ্ধাভরে স্মরণ করলো অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পীরা।