জলবায়ু পরিবর্তনে বৃক্ষ রোপণে গুরুত্ব দিয়েছে সরকার: পলক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:১২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তিনটি করে গাছ লাগানোর কথা বলেছেন, বৃক্ষ রোপণে গুরুত্ব দিয়েছেন। নিজ নিজ আঙিনায় বৃক্ষ রোপণে তিনি সকলের প্রতি আহ্বান জানান। বৈশ্বিক মহামারীর কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিধ্বস্ত, সেখানে মধ্য আয়ের দেশ হিসেবে আল্লাহর রহমতে সরকার সকল দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। কৃষি ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনার ব্যবস্থা করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নাটোরের সিংড়া উপজেলা চত্বরে ১ লক্ষ চারা বিতরণকালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।