ভারতে ২০২২ সালে চালু নতুন পাঠ্যক্রম, ৫ ‘ই’র ঘোষণা মোদির
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৯
ভারতে চালু হতে যাচ্ছে নতুন জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি (এনইপি)। এ কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ২০২২ সালের মধ্যে স্কুলগুলো জাতীয় শিক্ষানীতির নতুন পাঠ্যক্রম গ্রহণ শুরু করবে। সিলেবাস কমাবে এবং শিক্ষাকে মজাদার ও সম্পূর্ণ অভিজ্ঞতাভিত্তিক করে তুলবে।
গতকাল শুক্রবার এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনলাইনে যোগ দিয়ে শিক্ষা নিয়ে এক সম্মেলনে তিনি বলেন, নতুন শিক্ষানীতি সিলেবাস কমাবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষাক্রম হবে আনন্দদায়ক।
নরেন্দ্র মোদি বলেন, ‘২০২২ সালের মধ্যে আমাদের শিক্ষার্থীরা নতুন নতুন পাঠ্যক্রমের দিকে পা বাড়াবে। এটি ভবিষ্যতের প্রস্তুতি এবং বৈজ্ঞানিক পাঠ্যক্রম হবে। ভবিষ্যতে সমালোচনামূলক ভাবনা, সৃজনশীলতা, যোগাযোগ, কৌতূহলসহ নতুন নতুন দক্ষতা বাড়াবে শিক্ষার্থী। এ শিক্ষানীতির বাস্তবায়ন হবে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের অন্যতম অর্জন।’