পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নে সমাসনারী ও তার আশপাশের গ্রামবাসী চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমাসনারী পূর্ব পাড়া-বাগজান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি মেরামত করছেন। অবহেলিত এ সড়কটিতে এলাকাবাসী এলজিইডি, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি দপ্তরে ধর্ণা দিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা হাঁড়ি চাঁদা তুলে সংস্কার করতে বাধ্য হয়েছেন।
অপরদিকে, সড়কটি সাঁথিয়ার উপজেলাধীন হওয়া সত্ত্বেও প্রতি বছরই সার্ভে হয় কিন্তু অজ্ঞাত কারণে এলজিইডির আইডিতে অন্তর্ভুক্ত হয় না। ফলে দীর্ঘ ২৫ বছর ধরে এভাবেই পড়ে থাকে সড়কটি। সরেজমিনে ওই সড়কের আশপাশের এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, করমজা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সমাসনারী পূর্ব পাড়া থেকে বাগজান পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হয় প্রায় ২৫ বছর আগে।