একজন প্রজ্ঞাশীল চিত্রকর মননবোধে উদ্ভাসিত তখনই, তাঁর চিত্রশিল্পকর্মে, রঙে-রেখায়-অঙ্কনে সংযোজন করেন মানুষের বিবিধ অবয়ব, চালচলন, হরেক ভঙ্গির রূপ-অরূপ। প্রথমত, মানুষই আরাধ্য। দ্বিতীয়ত, মানুষের ভিতরকার জীবনেরও সঙ্গী। তৃতীয়ত, মানুষই উৎস। মানুষের সঙ্গে একাত্ম। খুব সহজ নয় এই চেতনা, ঐতিহ্য ধারণ। যিনি পারেন, নিশ্চিতই মহৎ শিল্পী। যেমন শাহাবুদ্দিন।