বরিস জনসনের ব্রেক্সিট পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লংঘন ঘটাবে
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫০
ব্রিটেনে প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লংঘন ঘটাবে বলে তারই এক মন্ত্রী স্বীকার করেছেন। নর্দার্ন আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী ব্রান্ডন লুইস গতকাল পার্লামেন্টে স্বীকার করেন যে, প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়ন থেকে চূড়ান্তভাবে বের হওয়ার যে পরিকল্পনা করছেন তা আন্তর্জাতিক আইনের লংঘন ঘটাবে। এর মাধ্যমে ইতিমধ্যে ইইউ’র সঙ্গে করা চুক্তির সঙ্গেও সামঞ্জস্য হবে না। অনেক নীতিকেই তোয়াক্কা করা হবে।
ইইউ নেতারা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, আশা করি, যুক্তরাজ্য চুক্তিকে সম্মান জানাবে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও বলেছেন, এরকম চুক্তি হলে আন্তর্জাতিক অঙ্গনে ব্রিটেনের বিশ্বাসযোগ্যতা থাকবে না। কেউ আমাদের দেশকে আর বিশ্বাস করবে না। বিরোধী লেবার পার্টিও এর নিন্দা জানিয়েছে এবং বিস্ময় প্রকাশ করেছে।