আমেরিকাকে ইরানের সঙ্গে আচরণ সংশোধন করতে হবে: সুইস মন্ত্রীকে রুহানি

ইনকিলাব প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৩

ইরানের ওপর আমেরিকার আরোপিত অন্যায় ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকারের এ ধরনের দাম্ভিক আচরণ ও হুমকি-ধমকির কাছে তার দেশ নতিস্বীকার করবে না।ইরান সফররত সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস সোমবার তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, দু’টি দেশের সম্পর্ক হওয়া উচিত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর ভিত্তিতে; অথচ আমেরিকা সেসব আইন লঙ্ঘন করে বহু বছর ধরে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও এদেশের ইসলামি শাসনব্যবস্থা উৎখাত করার চেষ্টা করছে।রুহানি বলেন, আমেরিকা যেদিন তার অতীত ভুলের পুনরাবৃত্তি বন্ধ করবে এবং ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে সেদিন তার সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনা করা হবে তার আগে নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us