মহিলা লাইন জাজকে বল দিয়ে আঘাত করে যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কৃত হওয়ার পরে ক্ষমা চাইলেন নোভাক জোকোভিচ। তিনি বলেছেন, ওই মহিলা লাইন জাজকে ‘‘এ রকম একটা পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত।’’
রবিবার স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ চলাকালীন বিশ্বের এক নম্বরকে বহিষ্কার করা হয়। ৩৩ বছর বয়সি জোকোভিচের সার্ভিস প্রতিপক্ষ ভেঙে দেওয়ার পরে হতাশায় নিজের পকেট থেকে বল বার করে র্যাকেট দিয়ে পিছনের দিকে মারেন জোকোভিচ। যা গিয়ে আঘাত করে ওই মহিলা লাইন জাজের গলায়। ‘‘গোটা পরিস্থিতির জন্য আমার খুব খারাপ লাগছে। সেই লাইন জাজ কেমন আছেন এখন, জানার চেষ্টা করেছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ, প্রতিযোগিতার আয়োজকেরা আমায় জানিয়েছেন, তিনি এখন সুস্থ বোধ করছেন। অনিচ্ছাকৃত ভাবে পুরো ঘটনাটা ঘটেছে। যা হয়েছে ঠিক হয়নি। আমি ওঁর নাম প্রকাশ করছি না। তাঁর গোপনীয়তাকে সম্মান দেওয়ার জন্য,’’ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন জোকোভিচ।