ফিলিস্তিন সঙ্কট সমাধান না হলে ইসরায়েলের সঙ্গে কোন চুক্তি হবে না
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ফোনালাপে সৌদি বাদশাহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলার আগে ইসরায়েলের সাথে কোন চুক্তি হবে না বলে জানিয়েছে সৌদি বাদশাহ।
তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে গেল ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ১৬ আগস্ট সচল হয় দুই দেশের টেলিফোন যোগাযোগ। সবশেষ দুই দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচল চালু হলে সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়।